জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ১০টি দরকারি নির্দেশনা

 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ১০টি দরকারি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন দরকারি ১০টি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো—

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রতিটির জন্য দুই সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। তাই একই বিভাগের পাশাপাশি দুজন পরীক্ষার্থী ‘একই সেটের প্রশ্নপত্রে’ পরীক্ষা দিতে পারবেন না। একই সেটের প্রশ্নপত্র যাতে বিতরণ করা না হয়, সে বিষয়ে পরীক্ষাকক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক খেয়াল রাখবেন।

২. পরীক্ষার্থীকে ‘প্রবেশপত্রে উল্লিখিত বিভাগে’ পরীক্ষা দিতে হবে। সে অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে কি না, পরীক্ষাকক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তা নিশ্চিত করবেন।

৩. পরীক্ষার্থীকে উত্তরপত্রে (OMR Sheet) তার জন্য ‘প্রযোজ্য বিভাগ’ ও ‘সেট কোড’-এর বৃত্ত ভরাট সঠিকভাবে করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘বিজ্ঞান শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

৪. প্রশ্নপত্র বিতরণের আগে পরীক্ষার্থীরা যাতে উত্তরপত্রে (OMR Sheet) সঠিকভাবে বৃত্ত ভরাট করতে পারেন, সে জন্য পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেবেন।

৫. পরীক্ষার্থীরা যাতে উত্তর পত্রে (OMR Sheet) কোনো ‘মোবাইল নম্বর বা সাংকেতিক চিহ্ন’ ব্যবহার না করেন, সে বিষয়ে আগেই তাঁদের সতর্ক করতে হবে। অন্যথায় এ ধরনের উত্তরপত্র বাতিল বলে বিবেচিত হবে।

৬. ভর্তি পরীক্ষায় ‘সাংকেতিক চিহ্নযুক্ত’ কোনো উত্তরপত্র পাওয়া গেলে উত্তরপত্রের (OMR Sheet) ওপর ‘Reported’ লিখে তা আলাদা খামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

৭. পরীক্ষাকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাজিরাপত্র ও প্রবেশপত্রের ‘ছবি মিলিয়ে’ পরীক্ষার্থীকে শনাক্ত করবেন। তারপর হাজিরাপত্রে ‘পরীক্ষার্থীর স্বাক্ষর’ নেবেন। এ ক্ষেত্রে কোনো গরমিল দেখা গেলে অবশ্যই অধ্যক্ষ বা কেন্দ্র সচিবকে জানাতে হবে।

৮. কোনো অবস্থাতেই ‘প্রক্সি পরীক্ষার্থীকে’ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ মানবিক শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
২০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ ব্যবসায়  শিক্ষা শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫১০ টাকাORDER NOW ৩৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

৯. পরীক্ষার্থী মুঠোফোন, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবে না।

১০. ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে ‘পরীক্ষাকক্ষে’ প্রবেশ করতে দেওয়া হবে না।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে।

Eadmin

Related post