জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ মে (শনিবার) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর স্বাক্ষরিত কেন্দ্র তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বরিশাল বিভাগে ৫৯টি, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি, ঢাকা বিভাগে ২৪৭টি, খুলনা বিভাগে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, রংপুর বিভাগে ৯৬টি এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগের বিভিন্ন সরকারি কলেজের তত্ত্বাবধানে স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীরা কেন্দ্র তালিকা দেখুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘বিজ্ঞান শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। ১০০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

শিক্ষার্থীরা কেন্দ্র তালিকা দেখুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ মানবিক শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
২০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ ব্যবসায়  শিক্ষা শাখার ‘  শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইসমূহঃ

৫১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫১০ টাকাORDER NOW ৩৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW
২১০ টাকা 

ORDER NOW

উল্লেখ্য, এর আগে এই ভর্তি পরীক্ষার তারিখ দুই দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমে ৩ মে তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ২৪ মে করা হয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ৩১ মে নির্ধারণ করেছে।

শিক্ষার্থীরা কেন্দ্র তালিকা দেখুন এখানে

Eadmin

Related post