এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১-২ জুন

 এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১-২ জুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী- ১ ও ২ জুন প্রবেশপত্র বিতরণ করা হবে। বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১ জুন বিতরণ করা হবে। এছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ২ জুন বিতরণ করা হবে।

May be an image of text that says "JP CT Suggestion বিশবিদ্যালয় ভর্তি রীক্ষার সহায়ক সর্বোতম ENGLISH BICHITRA For ForAll ForAllUniversityAdmisionTests All University Admission Tests বাংলা বিচিত্রা HSC / কালর সক বিশ্বিদ্যালয় অডিপর্র্দারসর্ারকূস্বডস সবত্তশ Text Book"

আরও বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

‘কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক-উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তার কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।’

বোর্ডের নির্দেশনা অনুযায়ী- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম-বেশি হলে সংশোধন করিয়ে দেওয়ার জন্য অবশ্যই ১৫ জুন থেকে ২২ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবেন।

May be an image of text that says "KKpK CAAIS 133 શમેય ลวชษไ ลม ইিি นัทญ Qrem เรกจาร জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমাদের โจลด শদ্ধাজজনি PUBLICATIONSL υ PUBLIC PUBLICATIONSLT JOYKOLY"

Eadmin

Related post