এইচএসসিতে আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি মেনে বাড়ছে দূরত্ব
আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবেন সাড়ে ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী।
করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন একদল পরীক্ষার্থী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানান উপায়ে প্রচারণা চালাচ্ছেন। পরীক্ষা পেছানোর দাবি না জানালেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা পরীক্ষাকেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তাতে জোর দিচ্ছেন। পাশাপাশি আসন বণ্টনে দূরত্ব বাড়ানোরও দাবি করছেন।
তবে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, করোনা ও ডেঙ্গুর প্রকোপে তারাও উদ্বিগ্ন। তবে সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নিতে চান তারা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, করোনা সংক্রমণের হার এবং ডেঙ্গুর প্রকোপের দিকে নজর রাখছি আমরা। এটা সত্য যে, অভিভাবকদের পক্ষ থেকে উদ্বেগের কথা জানানো হচ্ছে। উদ্বিগ্ন হওয়াটাও স্বাভাবিক। তবে পরীক্ষা পেছানোর সুযোগও নেই। সামনে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় আসছে। তখন পরীক্ষা নেওয়াটা আরও কঠিন হবে।
তিনি বলেন, আমরা জোরালো প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। পরীক্ষার কক্ষে এক পরীক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থীকে ৩ ফুট দূরে আসন দেওয়া হয়। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। করোনাকালে যেভাবে আসন বিন্যাসে দূরত্ব বাড়ানো হয়েছিল, সেভাবে আসন বিন্যাস করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণেও কেন্দ্রসচিবকে নির্দেশনা দেওয়া হবে। সব প্রস্তুতি নিয়ে আগামী ২৬ জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।
স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কাবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীও। তিনি বলেন, পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষার কক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল-কলেজ খোলার সঙ্গে সঙ্গে পরিছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনোভাবেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক সফিউদ্দিন সেখ বলেন, পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ। এখনও হাতে ১১ দিন সময় আছে। রোববার (১৫ জুন) অফিস খোলার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠক হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি, আসনবিন্যাসের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।







Visit Today : 198
Visit Yesterday : 270
This Month : 8833
Hits Today : 280
Total Hits : 2768183

