আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই এসএসসি’র ফলাফল প্রকাশ হবে

 আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই এসএসসি’র ফলাফল প্রকাশ হবে

আগামী ১৩ জুলাইয়ের মধ্যে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে।

বুধবার (১১ জুন) দুপুরে গণমাধ্যমকে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। অনেক খাতা এখনো আসা বাকি। সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়াসহ অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে। এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে।

May be a graphic of text that says "御道場 জয়কাল বিচ্ানবিভাগ বিভাগ বিন্ঞান Mi কলেজ ভর্তি সহায়িকা নটর ডেম হলি ক্রস সেন্ট যোসেফ জয়কনি মানবিক বিটাগ কলেজ ভর্তি সহায়িকা সেরা ৩ কলেজ ভর্তি সহায়িকা (বিজ্ঞন মানবিক ব্যবসা) ॐ ม হজয়কলি ac পইভসরা বাণিজ্যাবিভাগ বিভাগ বাণিজ্য কলেজ ভর্তি সহায়িকা 黑 耳 কলেজ সো সর্বাধিক কমনের ਨਨ প্রশ্ন បងគេ আলোকে রচিত (বণিগাত พพแกนาดปู่ N JOYKOLY PUBLICATIONS ". """រ PUBLICATIONS JOYKOLY"

এবার পরীক্ষকরা খাতা নিতে কিছুটা বিলম্ব করেছেন। বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কি, এমন প্রশ্নের জবাবে খন্দোকার এহসানুল কবির আরও বলেন, ‘পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা আশা করছি ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

Eadmin

Related post