প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
- শিক্ষাঙ্গন
Eadmin
- July 14, 2024
- 0
- 155
- 1 minute read
দেশে প্রথম ক্যাশলেস লেনদেনের ক্যাম্পাস হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে। এতে নগদ টাকার ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও সহজে। উপাচার্য বলছেন, এ মাসেই বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কর্মপরিকল্পনা।
নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে বিশ্ব। বাংলাদেশও পিছিয়ে নেই এই প্রক্রিয়ায়। এরই মধ্যে কিছু জায়গায় ক্যাশলেস লেনদেন চালু হয়েছে। এবার সেই পথে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাশলেস সোসাইটি হিসেবে প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ভর্তি ও বিভিন্ন পরীক্ষার ফিসহ সব লেনদেনই করা যাবে ডিজিটাল মাধ্যমে। এমনকি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দোকানে নগদ টাকা ছাড়াই করা যাবে কেনাকাটা।
আগামী ২৮ জুলাই শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি খরচ এড়াতে শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আইডি নম্বর ব্যবহার করে কীভাবে লেনদেন সহজ করা যায় তা নিয়ে আলোচনা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমরা ৬০-৭০ শতাংশ ডিজিটাল। এটি শতভাগ হওয়ার জন্য কী করণীয় তা ২৮ তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত আসতে পারে।
২০৩১ সালের মধ্যে দেশের শতভাগ লেনদেন ক্যাশলেস পদ্ধতিতে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এতে নোট ছাপানো ও সার্বিক ব্যবস্থাপনার খরচ সাশ্রয় হবে।