সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতি

আগামী ২৭ শে নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যায়,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যে সকল বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে

 জীববিজ্ঞান, রসায়ন,পদার্থবিজ্ঞান,গণিত,ইংরেজি

বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত

জীববিজ্ঞানের প্রস্তুতি

 জীববিজ্ঞানের সবচেয়ে ভালো প্রস্তুতির জন্য মূল বইটির উপর গুরুত্ব দাও। প্রতিটি অধ্যায়ে পুনরাবৃত্তি করে প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া হচ্ছে উত্তম।  তাছাড়া বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর গুরুত্ব দিতে পারো।কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়কলি প্রকাশিত কৃষি প্রশ্নব্যাংক থেকে  বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা কর ।যে সকল বিষয়ে কলেজে কম পড়ানো হয়েছে বা যে  সকল বিষয়ে দুর্বলতা রয়েছে সে সকল বিষয়ের উপর প্রথমে ফোকাস  দাও।কিছু কিছু অধ্যায়ে থেকেই বিগত বছরের প্রশ্ন আসে সেগুলো ভালোভাবে দেখো এবং সেগুলো ভালোভাবে প্রস্তুতি নাও। বায়োলজি বই প্রতি অধ্যায়ের  অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক  অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধান করো।প্রতিদিন  নির্দিষ্ট  কিছু সময় রাখ  মূল বই পড়ার জন্য এবং কৃষি বিচিত্রা বইটি থেকে ব্যাখ্যাসহ প্রশ্নের সমাধানের জন্য।উপরের  নির্দেশনা অবলম্বন করও আশা রাখি  পরীক্ষা কাঙ্খিত ফলাফল  নিশ্চিত হবে। প্রতিদিন বেশি পড়ার চেয়ে অল্প অল্প করে প্রতিদিন পড়া ভালো তাই প্রতিদিন  পড়ার চেষ্টা করবে।

পদার্থবিজ্ঞানের প্রস্তুতি-

পদার্থবিজ্ঞান এ ভর্তি পরীক্ষা ভালো করার জন্য যে  প্রতিটি অধ্যায়ের সম্পর্কে  পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি ।  পদার্থ বিজ্ঞান বইয়ের  সূত্র ব্যাখ্যা সহ জানা ও সূত্রের প্রয়োগ সম্পর্কে ভালো ধারণা রাখও ।পদার্থবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নই আসে সূত্র ভিত্তিক।  অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যেগুলোতে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে হয়।  সূত্র প্রয়োগ এর দক্ষতা থাকতে হবে  যাতে সূত্রভিত্তিক প্রশ্ন চট করে দিয়ে দিতে পারো। পদার্থ বিজ্ঞান বইয়ের অনেক রাশি আছে যেগুলার মান থাকে মান গুলো ভালোভাবে আয়ত্ত করে নাও।কিছু কিছু প্রশ্ন  আসে যেগুলো  একটু দ্বিধা মুলক  উত্তর করতে একটু ভেবেচিন্তে করতে হবে।তাছাড়া এই ধরণের প্রশ্নের ভালো সমাধানের জন্য  নিয়মিত জয়কলি কৃষি প্রশ্ন ব্যাংকের প্রশ্নের সমাধান করতে হবে।  যত বেশি পদার্থবিজ্ঞান অনুশীলন করবে ভর্তি পরীক্ষায় তত ভালো নম্বর পাওয়া সহজ হবে। তাই প্রতিদিন পদার্থ বিজ্ঞান বিষয়ে অনুশীলন করতে হবে বিগত   বছরের প্রশ্ন গুলোর উপর জোর দিতে হবে। এক্ষেত্রে জয়কলির পদার্থ বিচিত্রা বইটি শতভাগ সাহায্যকারী হবে।   সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকলে পদার্থবিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া খুবই সহজ। তাছাড়া বিগত বছরে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান করলে অনেকাংশেই কমন আসবে। বিগত বছরের সকল প্রশ্ন পাওয়া যাবে জয়কলি প্রকাশিত কৃষি প্রশ্নব্যাংক থেকে এবং কৃষি বিচিত্রা বইটি ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধানে খুব বেশিই সহায়ক হবে।

রসায়নের ভর্তি প্রস্তুতি-

আমার মতে যেকোনো ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে মূল বই কে ফোকাস করা এবং মূল বইয়ের সব কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকা।  মূল বই এর সমকক্ষ কোনো কিছু হয় না কারণ যারা প্রশ্নকর্তা তারা মূল  বইকে ফোকাস করে।মূল বইয়ের টপিকগুলো খুব সুন্দরভাবে উল্লেখ আছে জয়কলির রসায়ন বিচিত্রা বইটিতে।  বইয়ের সবগুলো অধ্যায় সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে  হবে।  পরবর্তীতে আমরা মূল বইয়ের অধ্যায় রিভিশন এর পাশাপাশি     বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্নগুলোর সমাধান করলে তোমাদের ভালো একটা প্রস্তুতি তৈরি হবে।  যেগুলো তোমাদের কলেজে  কম গুরুত্ব দিয়েছে বা তোমাদের প্রস্তুতি ভালোভাবে হয় নাই ওই অধ্যায়গুলো কে আগে তোমরা ক্লিয়ার করবে। পরবর্তীতে তোমরা অন্য অধ্যায় শুরু  করও । সবগুলো অধ্যায় সম্পর্কে  ভালো একটা ধারণা আসলে  পরবর্তীতে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরে যে  প্রশ্ন গুলো আসছে  সেগুলো সমাধান করো জয়কলি কৃষি প্রশ্নব্যাংক বইটি থেকে ।  আশা করি  উপরের নিয়ম গুলো ফলো করলেই তুমি খুব ভালোভাবে ভর্তি প্রস্তুতির নিজেকে তৈরি করতে পারবে ।  তাছাড়া রসায়নের জৈব রসায়ন এর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে যা জয়কলির রসায়ন বিচিত্রা বইটিতে অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো এবং কৃষি বিচিত্রা বইটিতে আছে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান কারণ এই অধ্যায়টা তোমাদের জন্য অনেকটাই কঠিন তবে  এ অধ্যায়ে থেকে বেশ কিছু প্রশ্ন করে থাকে তাই এই অধ্যায়টির উপর প্রথমে  গুরুত্ব দিতে হবে।

গণিতের প্রস্তুতি

গণিতে ভালো প্রস্তুতির জন্য  গণিত বিচিত্রা বইয়ে উল্লিখিত অধ্যায় ভিত্তিক সূত্র ভালোভাবে আয়ত্ত থাকা চাই।গণিতে অনুশীলনমূলক গণিত বিচিত্রা বই থেকে প্রতিটি অধ্যায়ের  উদাহরণ এবং অনুশীলনীগুলো আরো একবার দেখে নেওয়া ভালো। তাছাড়া  গণিতে ভালো প্রস্তুতির জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা  বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করতে হবে জয়কলি ‘কৃষি প্রশ্নব্যাংক’ বইটি থেকে।  তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গণিত  বিষয়ে  জটিল কোনো প্রশ্ন দেওয়া হয় না।  গণিতের সব অধ্যায়ের উপর মোটামুটি ভালো ধারণা এবং সূত্র সম্পর্কিত ভালো দক্ষতা থাকলে গণিতে ভালো নম্বর পাওয়া সম্ভব। তাছাড়া বিগত বছরে কোন কোন  অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেগুলোর উপর বেশি নজর দিতে হবে এবং সেগুলো ভালোভাবে সমাধান করতে হবে।গনিত বিষয়ের জন্য  অনুশীলনের বিকল্প কিছু নেই। প্রতিদিন গণিত বিষয়ের উপর অনুশীলন  করতে হবে। কৃষি প্রশ্ন ব্যাংক থেকে  বিগত বছরে  প্রশ্নগুলোর সমাধান করে নাও ।

 ইংরেজি বিষয়ের প্রস্তুতি

ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য জয়কলি প্রকাশিত ইংলিশ বিচিত্রা, BARRONS & Cliffs TOEFL, Exam Vocabulary বইগুলো অবশ্যই চর্চা করতেই হবে। ইংরেজি প্রথম পত্রের বিভিন্ন শব্দগুলো  অর্থ জানতে জয়কলি প্রকাশিত Exam Vocabulary বইটি থেকে সঠিক বানান জানতে, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ দেখে প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

 ইংরেজি গ্রামারের প্রস্তুতি

কৃষি বিশ্ববিদ্যালয়ে  যেসব বিষয়ে  ইংরেজিতে প্রশ্ন আসে-

Voice,Narration,Synonym,Antonym ,Correction,Spelling,Preposition,Phrase

,Idioms। এক্ষেত্রে জয়কলি প্রকাশিত ENGLISH Bichitra এবং BARRONS & Cliffs TOEFL বইগুলো অবশ্যই চর্চা করতে হবে।

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়  সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ

৪১০ টাকা

Order Now

২১০ টাকা

Order Now

৪১০ টাকা

Order Now

৪১০ টাকা

Order Now

৪১০ টাকা

Order Now

৪১০ টাকা

Order Now

২১০ টাকা

Order Now

১১০ টাকা

Order Now

৪১০ টাকা

Order Now

৬৫ টাকা

Order Now

৬৫ টাকা

Order Now

৬৫ টাকা

Order Now

৬৫ টাকা

Order Now

৬৫ টাকা

Order Now

 

Eadmin

Related post