প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক, আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ।
জাহাঙ্গীর হোসেন: ভেতরে আসতে পারি স্যার?
পরীক্ষক–১: জি, আসুন।
জাহাঙ্গীর হোসেন: আসসালামু আলাইকুম।
পরীক্ষক–১: ওয়ালাইকুম আসসালাম, বসুন।
জাহাঙ্গীর হোসেন: ধন্যবাদ স্যার।
পরীক্ষক–১: ফাইলটা দেন। (একটা কাগজ দিয়ে স্বাক্ষর করতে বললেন)
জাহাঙ্গীর হোসেন: (শিক্ষাগত যোগ্যতার সব সনদ দেখালাম এবং কাগজে স্বাক্ষর করলাম। পরীক্ষক সব সনদ দেখলেন)
পরীক্ষক-২: কোথায় এবং কোন বিষয়ে লেখাপড়া করেছেন?
জাহাঙ্গীর হোসেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছি। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে।
পরীক্ষক-২: GATT–এর পূর্ণরূপ কী?
জাহাঙ্গীর হোসেন: (GAAP মনে করে বলেছি Generally Accepted Accounting Principles.
পরীক্ষক–২: অ্যাকাউন্টিংয়ের বাইরে গিয়ে চিন্তা করেন। GAAP নয়, GATT জানতে চেয়েছি।
জাহাঙ্গীর হোসেন: General Agreement……(আর বলতে পারিনি)।
পরীক্ষক-২: আইএমএফের সদর দপ্তর কোথায়?
জাহাঙ্গীর হোসেন: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
পরীক্ষক-২: ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে?
জাহাঙ্গীর হোসেন: বিশ্বব্যাংক।
পরীক্ষক-২: am ও pm কী?
জাহাঙ্গীর হোসেন: ante meridien ও post meridien.
পরীক্ষক–২: am ও pm বলতে কী বোঝায়?
জাহাঙ্গীর হোসেন: am রাত বারোটার পর থেকে দিন বারোটার আগপর্যন্ত সময়কে বোঝায় এবং pm দুপুর বারোটার পর থেকে রাত বারোটার আগপর্যন্ত সময়কে বোঝায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রাথমিকে আসতে চাচ্ছেন কেন?
পরীক্ষক-২: বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে?
জাহাঙ্গীর হোসেন: ৫ জুন।
পরীক্ষক-২: বিশ্বকাপ ফুটবল ২০২২ কোথায় হবে?
জাহাঙ্গীর হোসেন: কাতারে।
পরীক্ষক-২: তুরস্কের রাজধানীর নাম কী?
জাহাঙ্গীর হোসেন: দুঃখিত, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার।
জাহাঙ্গীর হোসেন: টিউশনি করি আর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি।
পরীক্ষক-৩: আপনার নাম তো জাহাঙ্গীর, বলুন তো, মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়?
জাহাঙ্গীর হোসেন: চাঁপাইনবাবগঞ্জে।
পরীক্ষক-৩: রাজশাহী বিভাগের দর্শনীয় কয়েকটি স্থানের নাম বলুন।
জাহাঙ্গীর হোসেন: বরেন্দ্র জাদুঘর, রবীন্দ্র কুঠিবাড়ি, কাছারিবাড়ি, মহাস্থানগড়, চায়না বাধ ইত্যাদি।
পরীক্ষক-৩: একটি গান শোনান বা কবিতা আবৃত্তি করুন।
জাহাঙ্গীর হোসেন: (কাজী নজরুলের লেখা “আমি হব” কবিতা আবৃত্তি করা শুরু করলাম)
‘আমি হব সকালবেলার পাখি
সবার আগে কুসমবাগে
উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।’
পরীক্ষক: ধন্যবাদ আপনাকে। আপনি এখন আসুন।
জাহাঙ্গীর হোসেন: আপনাদেরও ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।