নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)

 নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নিকট এক চিঠির মাধ্যমে এ আহবান জানান তারা।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিষয়ে উপাচার্যকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সম্পূর্ণরূপে নতুন ও অভিনব এ পদ্ধতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে পরীক্ষা নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বিসর্জন, বিলম্বে পরীক্ষা গ্রহণের কারণে সেশনজট সৃষ্টি, শিক্ষার্থীদের ভোগান্তি কমার পরিবর্তে আরও বৃদ্ধি, আর্থিক সচ্ছলতার অভাব, অপেক্ষাকৃত দুর্বল মেধার শিক্ষার্থী প্রাপ্তি ইত্যাদি বহুবিধ সমস্যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হয়।

চিঠিতে আরও বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত বছরের ১৮ এপ্রিল তৃতীয় সাধারণ সভায় উপরোক্ত সমস্যা সমাধানের জন্য ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষমাত্রা দিয়ে শেষবারের মতো গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেয়। তবে উক্ত দাবি সমূহের অধিকাংশই বাস্তবায়িত না হওয়ায় গতবছরের ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমিতির আয়োজিত পঞ্চম সাধারণ সভায় শিক্ষকরা সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এসময় শিক্ষক সমিতির সভাপতি আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Eadmin

Related post