ঢাবির ‘চ’ ইউনিটে প্রথম রাম্মি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২.৫৬ শতাংশ শিক্ষার্থী। মোট পাস করেছে ২৫৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে প্রথম হয়েছন কাদেরী আজাদ রাম্মি। যার প্রাপ্ত নাম্বর ১১০.২৫। মূল পরীক্ষায় ১০০ থেকে পান ৯০.২৫ নাম্বার।
রবিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টায় ফল ঘোষণা করা হবে।
এর আগে গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ৫৪০ জন অংশগ্রহণ করেন।