চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও অকৃতকার্য বেলায়েত

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও অকৃতকার্য বেলায়েত

বেলায়েত শেখ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো অর্থ তাঁর কাছে নেই। কেউ আর্থিক সহায়তা করলে তিনি এ বছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন।

মরার আগে তাঁর শেষ ইচ্ছা তিনি উচ্চশিক্ষা নেবেন। পরিবারের কেউ উচ্চশিক্ষা নিতে পারেননি, এটাই তাঁর আক্ষেপ।

মো. বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরতে হয় তাঁকে। এ কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাঁকে। পরে নিজের অসমাপ্ত সেই স্বপ্ন ভাই ও সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন, কিন্তু কেউই তাতে সফল হননি।

৫০ বছরে পা দিয়ে বেলায়েত অনেকটা জেদ করেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়। সেখানে ভর্তির সুযোগ না পেয়ে এরপর জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু কোথাও উত্তীর্ণ হতে পারেননি। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানেও তিনি পাস করতে পারেননি।

Eadmin

Related post