গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ রাখার পক্ষে ইউজিসি
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম না রাখার যে কথা বলা হচ্ছে আমি তার পক্ষে নই। শুধু গুচ্ছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার পক্ষেও আমি নই। এটা শিক্ষার্থীদের স্বাধীনতার উপর আঘাত হানার মত। শিক্ষার্থীদের অধিকার রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের।
তিনি বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি শিক্ষার্থীদের নম্বর কর্তন করা হয়, তাতেও তাদের আপত্তি নেই। তারা নিজেদের প্রমাণ করার সুযোগ চায়। সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা ঠিক হবে না।
ইউজিসি সদস্য আরও বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কত শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে তার কোনো সঠিক হিসেব নেই। আমার জানা মতে সেই সংখ্যা খুবই কম। প্রথমবার চান্স পাওয়ার পর যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাদের অধিকাংশই পছন্দের বিষয় পায়নি বলেই দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেয়। আমি আশা করবো গুচ্ছ কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করবে।







Visit Today : 10
Visit Yesterday : 297
This Month : 3194
Hits Today : 22
Total Hits : 2783366

