কোনো পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়া ঈশিকাই আজ গুচ্ছ বাণিজ্যে ১ম

ঈশিকা তাঁর সাফল্যের অংশীদার হিসেবে আল্লাহর তাআলার অশেষ মেহেরবানির পরে তাঁর বড় বোন এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কুমিল্লার একটি কোচিং সেন্টারকে কৃতিত্ব দিতে চান।
ঈশিকা জান্নাত বলেন, ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটায় ভর্তি হবেন, তা তিনি বলতে পারছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে গুচ্ছে তাঁর প্রথম পছন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বলেও জানান তিনি।
গুচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম হওয়া ঈশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া ঈশিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে ৮১তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৯তম স্থান অর্জন করেছেন।
ঈশিকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।