কৃষক কন্যা থেকে বিসিএস প্রশাসন ক্যাডার

 কৃষক কন্যা থেকে বিসিএস প্রশাসন ক্যাডার
গ্রামের মেয়ে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান। সংসারের বড় মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই দায়িত্ব যেন ওর কাঁধে চেপে বসেছিল। বাবার হার্টের অসুখ, মায়ের প্যারালাইসিস— সবকিছু সামলিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া এক অসম্ভব কঠিন কাজ ছিল।
এসএসসি, এইচএসসি সব জায়গায় দারুণ ফল। কিন্তু তবুও বিয়ে হয়ে গেল অল্প বয়সেই। শ্বশুরবাড়ির লোকজন স্পষ্ট জানিয়ে দিল— “ঘরের বউকে পড়াশোনা করানো হবে না।”
তবুও হাল ছাড়েনি সে। ক্ষুধার্ত থেকে, প্রতিবেশীর গোপন খাবার খেয়ে, সংসারের কাজ করে, টিউশনি করে— অদম্য জেদে এগিয়ে গেছে।
রাজশাহীতে ভর্তি হবার যোগ্যতা পেয়েও বাধ্য হল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। সেখানেও দমে যায়নি। কঠিন সংগ্রামের মাঝেই পড়াশোনা, প্রাইভেট, কোচিং আর বিসিএস প্রিপারেশন একসাথে চালিয়ে যেতে থাকে।May be an image of text that says "মেডি রসায়ন នាេសជាំ។ាច মেডি বায়োলজি মেডিকেল সেট মেডি সিরিজ জয়কলি'র চেয়ে নির্তূল ও ভালো মানের বই আজও প্রকাশিত হয়নি জয়কলি'র চেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে এমন বইও প্রকাশিত হয়নি প্রায় শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা শিক্ষার্থীদের ১ম চয়েস 법연에치 問マ法 পদার্থ 더제티복사래밀민드도 " MEDI ENGLISH জपকেाন মেডি GK Mot-c মहি প্রশ্নন্যাংকক 별집고 প্রশ্নব্যাংক を原のの汁 মেডি মডেল মেডিমডেলটস্ট টেস্ট ーール মেডিকেল সেট থেকে প্রশ্ন কমনের ডাটা শিক্ষাবর্ষ প্রশ্ন কমন ২০২৪-২৫ /ዑ টি ২০২৩-২৪ ৯৯/১০০ টি ২০২২-২৩ ৯৬/১০০ টি ২০২১-২২ ৯৭/১০০ টি ২০২০-২১ ৯৫/১০০ টি জয়কলির মেডি সিরিজের সেট বই পড়লে মেডিকেলে চান্স নিশ্চিত! Pona"
প্রথমেই প্রাথমিক শিক্ষক, পরে সহকারী রাজস্ব কর্মকর্তা হয়ে গেলেও থেমে থাকেনি।
অবশেষে একদিন এলো সেই মাহেন্দ্রক্ষণ— ৩৭তম বিসিএসে ১৪৫তম হয়ে স্বপ্নের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হল গাইবান্ধার সেই কৃষককন্যা ফরিদা সুলতানা সোনালি।
সোনালি বলে,
“জীবনের লক্ষ্য স্থির রাখলে কোন বাধাই আর বাধা থাকে না। সবচেয়ে বড় বাধা আমরা নিজেরাই।”
আজ সোনালির গল্প আমাদের শেখায়—
দারিদ্র্য নয়, লড়াই-ই ভাগ্য বদলায়।
কষ্ট নয়, স্বপ্নই মানুষকে পথ দেখায়।
আর হাল না ছাড়া মেয়েরাই একদিন হয়ে ওঠে দেশের মেরুদণ্ড।May be an image of text that says "পাদার্থবিচিত্রা পদার্থ বিচিত্রা রসায়ন বিচিত্রা ព বিজ্ঞান সেট সকল বিশ্ববিদ্যালয় ভর্তির Book জয়কলি'র চেয়ে নির্ভূল ভালো মানের বই আজও প্রকাশিত হয়নি। জয়কলি'র চেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে এমন বইও প্রকাশিত হয়নি। প্রায় শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা শিক্ষার্থীদের ১ম চয়েস গণিত বিচিত্রা বায়োলজি বিচিত্রা JOYKOLY WRITTEN বিজ্ঞান বিজ্ঞান ”原き中. दिद्यान ইত্তনিট প্রণ্নব্যাংক-চরিবিশ্ালয় นรซ ေးတနဝင်တး 한한지원를 বিজ্ঞান সেট থেকে ঢাবিতে প্রশ্ন কমনের ডাটা শিক্ষাবর্ষ mc রিটেন ২০২৪-২৫ ৫৮/৬০ টি ১০০% ২০২৩-২৪ ১০০% ২০২২-২৩ ৬০/৬০ টি ১০০% % ২০২১-২২ ৬০/৬০ টি ১০০% ২০২০-২১ ৬০/৬০ টি ১০০% জয়কলির বিজ্ঞান সেট বই পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত! মডেল টেস্ট রকনলা 河満 PSOMOLY"

Eadmin

Related post