কৃষক কন্যা থেকে বিসিএস প্রশাসন ক্যাডার
গ্রামের মেয়ে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান। সংসারের বড় মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই দায়িত্ব যেন ওর কাঁধে চেপে বসেছিল। বাবার হার্টের অসুখ, মায়ের প্যারালাইসিস— সবকিছু সামলিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া এক অসম্ভব কঠিন কাজ ছিল।
এসএসসি, এইচএসসি সব জায়গায় দারুণ ফল। কিন্তু তবুও বিয়ে হয়ে গেল অল্প বয়সেই। শ্বশুরবাড়ির লোকজন স্পষ্ট জানিয়ে দিল— “ঘরের বউকে পড়াশোনা করানো হবে না।”
তবুও হাল ছাড়েনি সে। ক্ষুধার্ত থেকে, প্রতিবেশীর গোপন খাবার খেয়ে, সংসারের কাজ করে, টিউশনি করে— অদম্য জেদে এগিয়ে গেছে।
প্রথমেই প্রাথমিক শিক্ষক, পরে সহকারী রাজস্ব কর্মকর্তা হয়ে গেলেও থেমে থাকেনি।
অবশেষে একদিন এলো সেই মাহেন্দ্রক্ষণ— ৩৭তম বিসিএসে ১৪৫তম হয়ে স্বপ্নের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হল গাইবান্ধার সেই কৃষককন্যা ফরিদা সুলতানা সোনালি।
সোনালি বলে,
“জীবনের লক্ষ্য স্থির রাখলে কোন বাধাই আর বাধা থাকে না। সবচেয়ে বড় বাধা আমরা নিজেরাই।”









Visit Today : 770
Visit Yesterday : 195
This Month : 1996
Hits Today : 1236
Total Hits : 2778996

