ওয়েবমেট্রিকে আট ধাপ উপরে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 ওয়েবমেট্রিকে আট ধাপ উপরে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ধারের কাছে না থাকলেও নিজ অবস্থান থেকে আট ধাপ উপরে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। পিছিয়ে পরতে পরতে দেশের ভিতরের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ সেঞ্চুরি পার করলেও সামগ্রিক উন্নতিতে এসেছে বেশ পরিবর্তন ।
বিশ্বে রাবিপ্রবির অবস্থান ১৮ হাজার ৮৫৯ তম এবং বাংলাদেশের সেরা ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ১১২ তম।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৪ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে ২০২৩ সালের ২য় সংস্করণে রাবিপ্রবির অবস্থান ছিল ১২০তম ও বৈশ্বিক অবস্থান ছিল ১৯ হাজার ১৫২তম।
May be a graphic of medicine and text May be a graphic of ‎map and ‎text that says "‎জয়কলি TEo No শিক্ষার্ীদের১ एम চटেস অভিভঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সমবিত প্রয়াসে রচিত জয়কলি ( GST গুচ্ছ বিশ্বিদ্যালয় র্তি পরীক্ষার সহায়ক সর্বোতম বই -ইউনিট B Ss GST গুচ্ছ (মানবিক) এইড Part-1 প্রশ্নব্যাংক (সকল উত্তর, Part-2 চুড়াত্ত সাজেশন্স (বিসয়ভিতিক) সমগিষট করুবপূর্ণ Part-3 মডেল টেস্ট (তর্তি পরনক্ষার অনুরপ) বইটি যেভবে সাজানো 비라리 সর্বাধিক প্রশ্ন কমনের নিশ্চয়তা বিময়্রতিতক . পইইমি प्रीन 高一 a مى বইটির প্রধান বৈশিষ্য ব্যাখ্যা কবশরণ MCQ राম্ ح 等可質 Magic কৌপ্প মনেল መና सਲੋ-.ी.ে.্ਜੰਆਸਤ বারেজন রাইিফসইনসকরবেলির בוקת иeTлEюy 配号 HSC পরে একাদশ-াদশ গেরেলি থেকেই জয়কলির ১সেট বই নিয়ে Advance JOYKOLY PUBLICATIONS শ্রড়তি নাও চাল নিশ্চিত‎"‎‎ May be a graphic of ‎text that says "‎S لما চয়েস অভিজ্ঞ শিক্ষক মেধাবী শিক্ষার্থীদের সমদিত প্রয়াসে রচিত শিক্ষার্ীদের GST শুচ্ছ বিশবিদ্যালয় ভর্তি পরীক্ষার সহায়ক সর্বোত্তম বই জয়কলি www.joykoly.com Leenn -ইউনিট (ব্যবসায় শিক্ষা) এইড 신어 GST গুচ্ছ క్కీ Part-1 প্রশ্নব্যাংক (সকল প্রশশ্নের উন্তয়, Part-2 চুড়ান্ত সাজেশন্ (বিবয়বভিতিক) সঠিকব্য প্রশ্ন সংপ্্রি তরুববসূর্ণ তথ্য) Part-3 মডেল টেস্ট (অর্তি পরীক্ষার অনুরপ) 安安 SES 山 Letele বইটি যেভাবে সাজানো সর্বাধিক প্রশ্ন কমনের নিশ্চয়তা বাংল ইিসাर्सरজান Englinh হ্যকয়য় বাকদানদ প্রধান বৈৈশিষ্ঠ্য: BANK বাখা তরের Magic 298 নিকমবিমালমে ነመር אורה য়ে সহাদের 司夜 道泉 双る HSC .豆産 একাদশ-হাদশ খ্রেণি থেকেই জুয়কলর ১সেট বই নিয়ে JOYKOLY PUBLICATIONS তর্তি প্রতততি নাও, চান্ নাক্ত‎"‎ May be a graphic of text

 

৫১০ টাকা

ORDER NOW

৪১০ টাকা

ORDER NOW

৪১০ টাকা

ORDER NOW

২১০ টাকা

ORDER NOW

 

May be a doodle of text May be a graphic of ‎1 person and ‎text that says "‎জয়কলি www.joykoly.com asn সস্র্কলি চয়েস অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষা্থীদের সমদ্িত প্রয়াসে রচিত る我焼贴 শিক্ষার্থীদের 日のだがるす -1 ১ম GST গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট C -ইউনিট (বানিজ্য) ទ្ GST গুচ্ছ এইড 연기지 हन মডেল টেস্ট الع ভর্তি পরীক্ষার পরী অনুরপ cO সেট মডেল টেস্ট توقاة প্রশ্ন নিশ্চয়তা সবাধিক ៩្ូ 스마 菌 কমনের توان BANK জুক্তেয় ই+লিশ্বগিত্ত আখ্ামন T/a5" বিশুবিলযালরে প্রর্মল 계비대 গইচ্লাইন+আরকলি সলসট দিরে ক্কার م আহও ঈক্বাশিত হয়নিশ निर्हन अন চলোমাত চম মের .অয়কলর HSC পরীক্ষার পরে নয়: 2 JOYKOLY PUBLICATIONS 대합사회역 একাদশ-দ্বাদশ শ্রেণি থেেকেই জয়কলি'র ১সেট বই নিয়ে Advance ভর্তি প্রত্তূতি নাও, চান্স নিচ্চিত।‎"‎‎
২১০ টাকা

ORDER NOW

২১০ টাকা

ORDER NOW

তবে অতীতের তুলনায় রাবিপ্রবি বর্তমানে আট ধাপ উপরে  উঠে এসেছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা বলেন”বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এর উন্নতির পিছনে আমাদের সবার প্রচেষ্টা আছে। আমি সমতলের কোন বিশ্ববিদ্যালয়ের সাথে রাবিপ্রবির কোন তুলনায় যাবো না। তারা আমাদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পায়। আমরা অনেক সংকটের মাঝেও এগিয়ে যাচ্ছি। র‍্যাংকিং এ উন্নতি করছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয় সব ধরনের সুযোগ সুবিধা পায়না। সব সমস্যা পার করেই আমরা এগিয়ে যাবো এই প্রত্যাশাই করি”।
এই র‍্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে এ প্রতিবেদন প্রকাশ করে থাকে।

Eadmin

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *