এইচএসসি পরীক্ষা নিয়ে হতাশায় পরীক্ষার্থীরা

 এইচএসসি পরীক্ষা নিয়ে হতাশায় পরীক্ষার্থীরা
এই বছর আসলে কারো মনের মতো পরীক্ষা হচ্ছে না। বাংলাদেশের সকল বোর্ডের স্টুডেন্টদের সাথে যোগাযোগের মাধ্যমে কেউ-ই বলে না  মনের মতো পরীক্ষা হয়েছে। ৬০-৭০% স্টুডেন্ট ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা মনের মতো দিতে পারছে না। এর কিছু কারণ আছে…
1️⃣ পরীক্ষার হলে স্যার রা প্রচুর গার্ড দিচ্ছে। এতে ছাত্র-ছাত্রীর মনে ভয় কাজ করে। এটা পরীক্ষা খারাপ হওয়ার একটা কারণ হতে পারে।
2️⃣ বিগত সালের প্রশ্ন থেকে এই বছর ৪০% হার্ড প্রশ্ন হচ্ছে।
3️⃣ সকল বোর্ডে প্রশ্নের ক্যাটাগরি একই হচ্ছে না। এতে এডমিশনে একটা প্রভাব পড়বে। যাদের এডমিশন সম্পর্কে ধারণা আছে তারা বিষয়টা বুঝতে পারবে।
4️⃣ সিলেবাসের বাইরেও নাকি প্রশ্ন হচ্ছে অনেক বোর্ডে। এটা খুবই অন্যায়। এই জন্য সকল বোর্ডে প্রশ্ন সেম হওয়া উচিত।
দিনাজপুরের একজন ছোট বোনের ভাষ্যনুযায়ী – ভাইয়া আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই আমি এই বোঝা নিয়ে বাঁচতে পারবো না। তার ইংরেজি ২য় পত্র খুব খারাপ লেভেলের নাকি বাজে হয়েছে।
তবে কয়েকটা বোর্ডে খবর নিয়ে জানা গেছে যে,  খাতা একটু নর্মাল করে দেখা হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। যাই হোক খারাপ পরীক্ষা যাদের হয়েছে চিন্তার কারণ নেই, শুধু তোমার না সবারই পরীক্ষা খারাপ হয়েছে। ইনশাআল্লাহ রেজাল্ট তুলনামূলক ভালো হবে।

Eadmin

Related post