আন্তর্জাতিক Astronomy & Astrophysics অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক

 আন্তর্জাতিক Astronomy & Astrophysics অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক

১৭তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে একটি ব্রোঞ্জপদক ও একটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। রাজশাহীর গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী তাসদিক আহমেদ পেয়েছেন ব্রোঞ্জপদক। আর নটর ডেম কলেজের শিক্ষার্থী লাবিব বিন আজাদ পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি।

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড হাইস্কুল পর্যায়ের অন্যতম সম্মানজনক বৈশ্বিক প্রতিযোগিতা। ১৭-২৬ আগস্ট এ অলিম্পিয়াড আয়োজিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ মোট ৫৩টি দেশের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। অলিম্পিয়াডের ১৭তম আসর আয়োজন করেছে দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কমিটি, ব্রাজিলের দ্য ন্যাশনাল অবজারভেটরি এবং ব্রাজিলের দ্য মিনিস্ট্রি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। 

চলতি আসরে অংশগ্রহণ করেন বাংলাদেশের ৫ শিক্ষার্থী। তাঁরা হলেন রাজশাহীর গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী তাসদিক আহমেদ ও শাম উন মুহেব্বু সাজিদ, নটর ডেম কলেজের লাবিব বিন আজাদ, শেখ হাসিন আবরার এবং রাদ চৌধুরী। এ ছাড়া দলনেতা হিসেবে ছিলেন ফাহিম রাজিত হোসাইন ও মাহমুদ উন নবী।

ব্রোঞ্জপদক জয়ী তাসদিক বলেন, ‘ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় আমি প্রথম অলিম্পিয়াডে অংশগ্রহণ করি। তখন থেকেই স্বপ্ন দেখতাম, একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমার এ স্বপ্নটা সত্যি হয়েছে। কিন্তু দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরতে আবারও চেষ্টা করব আমি।’

দলনেতা ফাহিম রাজিত হোসেন বলেন, ‘এবারের বেশির ভাগ শিক্ষার্থীই প্রথমবারের মতো অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। যেহেতু জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড বাংলাদেশে তুলনামূলক নতুন, তাই শিক্ষার্থীদের এই অর্জনে আমরা খুশি। ভবিষ্যতে তারা কীভাবে আরও ভালো করতে পারে, সেই চেষ্টা থাকবে আমাদের।’

Eadmin

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *